৩ আগস্ট রবিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সীমিত পরিসরে খুলছে। এদিন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে। ক্যাম্পাসে এলেও হবে না শ্রেণি পাঠদান। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের আসতে বলা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষকদের ট্রমা কাটানোর জন্য কুশলাদি বিনিময়ের জন্যই ডাকা হয়েছে। এ ছাড়াও স্মরণ সভা শেষে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
উল্লেখ্য, গত ২১শে জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে কোমলমতি শিক্ষার্থীসহ ৩৫ জনের মৃত্যু হয়। সেদিন থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম।
মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির মেইনগেট থেকে শুরু করে ভেতরের প্রত্যেকটি ক্লাসরুম এবং প্রত্যেকটি ভবনের ভেতরে ও বাইরের সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পাহাড়ায় রয়েছে পুলিশ। জোরদার করা হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও।