শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান শেষে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং প্রকৌশল খাতে দীর্ঘদিনের বৈষম্য ও অনিয়ম দূর করে সংস্কার আনার লক্ষ্যে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-

  • ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লেখা যাবে না।
  • কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
  • দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে হুমকি দেয়া হলেও দায়ীদের গ্রেপ্তার করা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগে শিক্ষার্থীদের অবরোধের কারণে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আশপাশের মৎস্য ভবন, বাংলামোটর, সায়েন্সল্যাব ও কাকরাইল এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শ্রমিকদের আন্দোলনে যান চলাচল ব্যাহত হয়। সকালে গাবতলী টেকনিক্যাল মোড়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় মাসুক গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলনে নামলে মহাখালী-উত্তরার সড়কে যানজট সৃষ্টি হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হলেও রাত সোয়া ৮টার দিকে অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ জাতীয় আরো খবর...