হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি সাবস্টেশনে ভয়াবহ আগুনের ঘটনায় পুরো জেলা ও আশপাশের একাধিক উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র এলাকা থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দুটি ইউনিটের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করে।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান কলকণ্ঠকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের একটি সিটি বাল্ব বিস্ফোরণের পর থেকেই আগুনের সূত্রপাত হয়।
পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান কলকণ্ঠকে বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। দুটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে। মাধবপুর সেনাবাহিনীর টিম সতর্ক অবস্থানে রয়েছে। আগুন পুরোপুরি নিভে গেলেও সাবস্টেশনের মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’
এই অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।