রাজধানীর শাহবাগ মোড় থেকে অবস্থানকারী ‘জুলাই যোদ্ধা’দের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শাহবাগ মোড় খালি হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জুলাই সনদ ঘোষণার দাবিতে ‘জুলাই যোদ্ধারা’ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা সড়কের মাঝখানে ত্রিপল বিছিয়ে অবস্থান নেন এবং অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে থাকেন। সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এ অবস্থায় রাত পেরিয়ে শুক্রবার সকাল পর্যন্ত তারা অবস্থান অব্যাহত রাখেন।
তবে শুক্রবার বিকেলে ‘জুলাই যোদ্ধা’দের দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপক্ষের দাবি, আন্দোলনে সুবিধাভোগী চক্র ঢুকে পড়েছে। অন্যপক্ষের অভিযোগ, আন্দোলন ভাঙতে আওয়ামী দোসররা হামলা চালিয়েছে।
মারামারির একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে জানান, দুপক্ষের সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত রাখতে আমরা লাঠিচার্জ করেছি।
পুলিশের হস্তক্ষেপের পর আন্দোলনকারীরা শাহবাগের মূল সড়ক থেকে সরে দাঁড়ান এবং যান চলাচল স্বাভাবিক হয়।