বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা 30(c) এ অর্পিত সরকারের ক্ষমতাবলে ‘The Companies Act, 1994’ এর আওতায় প্রণীত Articles of Association of Biman Bangladesh Airlines Limited এর অনুচ্ছেদ-৫১ এর আওতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।