শিরোনামঃ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সংসদ নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৭৩জন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০০টি আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান।
ইসি সচিব জানান, বুধবার ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে, ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থি তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি শুনানি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ জাতীয় আরো খবর...