শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

সরকারের কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান

এম আর আকাশ, যুক্তরাজ্য
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি “নারকীয় আশুলিয়া স্মরণে” শহিদ শ্রমিক-ছাত্র-জনতার পরিবারের প্রতি সম্মান জানান।

সমাবেশে তারেক রহমান বলেন, গত দেড় দশক ধরে দেশের জনগণ আন্দোলন করে যাচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে দিতে নয়। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারকে হটিয়েছে, জীবন দিয়েছে। ফলে সরকারে যারাই থাকুক, নাগরিকদের কথা শুনেই দেশ পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হচ্ছে নির্বাচন। বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে যাতে প্রতিটি নাগরিক নিজ পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়। এতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং রাষ্ট্রে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি বিশ্বাস করি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণকে উপেক্ষা করে কোনো ব্যবস্থাই টেকসই হয় না। জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। দেশকে কেউ পরাধীন রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে তিনি আশুলিয়ায় ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

 


এ জাতীয় আরো খবর...