শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

সাপের কামড়: সচেতনতাই নিরাপত্তা!

নজরুল ইসলাম তমাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বর্ষাকালে সাপের উপদ্রব সাধারণ সমস্যা হলেও তা বেশ উদ্বেগজনক। বন্যা-জলাবদ্ধতার কারণে সাপ তাদের আবাস থেকে মানুষের বসতির দিকে চলে আসে। ফলে সাপে কামড়ের ঘটনা বেড়ে যায়। এখন দেশের অনেক এলাকাতেই সাপের উপদ্রব বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও মৃত্যুর খবরও আসছে। তবে সাপকে ভয় না পেয়ে- সচেতন হওয়াটা বেশি জরুরি।

সাপে কাটা রোগীর ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাৎক্ষণিক ও সঠিক ব্যবস্থা রক্ষা করতে পারে একটি জীবন।

✅ সাপে কাটলে করণীয়:
1. সবার আগে রোগীকে শান্ত রাখুন: ভয় বা আতঙ্কে শরীরে অ্যাড্রেনালিন বেড়ে গেলে বিষ দ্রুত ছড়ায়। রোগীকে শুইয়ে দিন এবং অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন।
2. কাটা অঙ্গকে স্থির রাখুন: আক্রান্ত হাত বা পা যেন কম নড়ে। প্রয়োজনে কাপড় দিয়ে হালকা বেঁধে দিন যাতে অঙ্গটি স্থির থাকে, কিন্তু রক্ত চলাচল যেন বন্ধ না হয়।
3. দ্রত চিকিৎসা কেন্দ্রে নিন: রোগীকে দ্রুত হাসপাতালে বা উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। সম্ভব হলে আগে থেকে হাসপাতালকে জানিয়ে রাখুন।
4. সাপটি দেখলে শনাক্ত করার চেষ্টা করুন: সাপ মারা থাকলে ছবি তুলুন বা কামড়ানোর ঘটনার তথ্য রাখুন, বিশের ধরন বুঝতে চিকিৎসায় তা সহায়ক হবে। তবে সাপ ধরার বা মারার চেষ্টা করা যাবে না, তা আরো বিপজ্জনক।
5. রোগীর শ্বাসপ্রশ্বাস ও চেতনা পর্যবেক্ষণ করুন: কোনো ধরনের জটিলতা, যেমন জ্ঞান হরানো, শ্বাসকষ্ট দেখা দিলে CPR বা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে।

❌ সাপে কাটলে যা করা যাবে না:
1. কাটা স্থানে ছুরি বা ব্লেড দিয়ে কেটে রক্ত চোষা যাবে না। এতে ইনফেকশন হয় এবং বিষ আরও দ্রুত ছড়ায়।
2.হাত/পা খুব টাইট করে বেঁধে দেওয়া যাবে না। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে।
3. ওঝা, কবিরাজ, ঝাড়ফুঁক বা অপ্রমাণিত চিকিৎসার উপর নির্ভর করা যাবে না। এতে সময় নষ্ট হয় এবং রোগীর মৃত্যুঝুঁকি বাড়ে।
4. রোগীকে হাঁটতে দেওয়া যাবে না। শারীরিক পরিশ্রমে বিষ দ্রুত ছড়ায়।
5. চিনি, ঝালপানি, ঘি, দুধ বা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো যাবে না। এগুলোর কোনোটাই বৈজ্ঞানিকভাবে কার্যকর নয়।
6. রোগীকে ঘুম পাড়ানোর চেষ্টা করা যাবে না।
এতে উপসর্গ বোঝা যায় না ও সময়মতো চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে।

🩺 চিকিৎসা কীভাবে হয়?
• রোগীর শরীরে দাগ দেখে ও রক্ত পরীক্ষার মাধ্যমে সাপ ও বিষক্রিয়ার বিষয়টি চিকিৎসক নিশ্চিত হবার চেষ্টা করেন।
হয়?
• হাসপাতালে রোগীকে অ্যান্টিভেনম (AVS) দেওয়া হয় যদি সাপ বিষধর হয়।
• উপসর্গ অনুযায়ী অক্সিজেন, স্যালাইন, ব্যথানাশক, এন্টিবায়োটিক দেওয়া হয়।
• সাপের ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে।

সাপে কাটলে ভয় না পেয়ে ঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলেই রোগীকে বাঁচানো সম্ভব।
গুজব, অন্ধবিশ্বাস, ঝাড়ফুঁক রোগীকে ঝুঁকিতে ফেলে দেয়। তাই সচেতন হোন, বিজ্ঞানভিত্তিক চিকিৎসাই বেছে নিন।


এ জাতীয় আরো খবর...