সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন এর বাড়িতে আগুন।
৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে পাহারাদার থাকার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সুনির্দিষ্ট কোন কারণ আইন শৃঙ্খলা বাহিনী জানাতে পারে নি।
ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা আগুন দিয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জহির উদ্দিন মাহমুদ লিফটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগুনের ঘটনায় আমি বিচলিত নই। যে খানে ৩২ নম্বরে আগুন দিয়েছে, সেখানে আমার বাড়িতো কিছুই না।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়োজিদ আকন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুন কি ভাবে লেগেছে এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে সর্বোচ্চ ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।