শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

স্বাধীনতা দিবসের ভাষণে মোদি অনুপ্রবেশকারীদেরও হুঁশিয়ারি দিলেন

এম এইচ আকাশ, কোলকাতা, ভারত
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার লালকেল্লার অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারত সরকারের নতুন অভিযানের কথা ঘোষণা করেছেন। নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
মোদি বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচানো হবে। অন্য দেশ থেকে যারা ভারতে প্রবেশ করছেন, তারা এ দেশের তরুণ প্রজন্মের মুখের ভাত কেড়ে নিচ্ছেন। এটা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিনের ভাষণে মোদি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দেয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমি একটা চ্যালেঞ্জ সম্পর্কে দেশের মানুষকে সতর্ক করে দিতে চাই। সুচিন্তিত ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের জনবিন্যাস বদলে দেয়া হচ্ছে। নতুন নতুন সমস্যার বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমাদের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে। আমাদের মা-বোনেদের নিশানা করছে। এটা সহ্য করা হবে না।

১৫ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী বাংলা বা বাংলাদেশের নাম করেননি। তবে বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। তাদের ভুল বোঝাচ্ছে। দেশ এটা সহ্য করবে না।
অনুপ্রবেশকারীদের জন্য সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে যাচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। একে জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক বলেছেন তিনি। মোদির কথায়, সীমান্ত এলাকায় জনবিন্যাসে পরিবর্তন জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এর মাধ্যমে সংঘর্ষের বীজ বপন হচ্ছে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের সামনে কোনও দেশ মাথা নত করতে পারে না। আমরা কীভাবে করব? আমাদের পূর্বপুরুষেরা আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। অনুপ্রবেশকারীদের রুখে তাদের প্রতি কর্তব্য আমাদের পালন করতে হবে।
অবশ্য কিছুদিন ধরেই অনুপ্রবেশকারীদের নিয়ে ভারত সরকারের তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, অনেককে গ্রেফতার করে বাংলাদেশে পুশইন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর  বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনও শুরু করেছেন।  কিছু দিন আগে দিল্লি পুলিশের একটি চিঠিতে পরিযায়ী শ্রমিকদের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়।
এদিকে, পশ্চিমবঙ্গ বিজেপির অভিযোগ, শাসক তৃণমূল কংগ্রেসের নেতারা অনুপ্রবেশকারীদের আধার, রেশন কার্ড বানিয়ে তাদের নাগরিক করে দেয়ার যড়যন্ত্রে যুক্ত।


এ জাতীয় আরো খবর...