শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

১২ অক্টোবর থেকে ইউরোপ ভ্রমনে নতুন নিয়ম

মুশফিকুল আলম বিপ্লব, ইতালি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

আগামী ১২ অক্টোবর থেকে ইউরোপে প্রবেশের নিয়মে বড় রকমের পরিবর্তন আসছে। এন্ট্রি-এক্সিট সিস্টেম (EES) নামে একটি নতুন ডিজিটাল পদ্ধতি চালু হচ্ছে, যা শেঙ্গেন অঞ্চলে প্রবেশকারী অন-ইইউ নাগরিকদের তথ্য সংগ্রহ করবে। এই সিস্টেমে বায়োমেট্রিক ডেটা (আঙুলের ছাপ ও ফেসিয়াল স্ক্যান) নেওয়া হবে এবং স্বয়ংক্রিয়ভাবে ভ্রমণকারীর গতিবিধি ট্র্যাক করা হবে।

EES কী এবং কাদের জন্য প্রযোজ্য:

যাদের জন্য প্রযোজ্য:

– অন-ইইউ নাগরিক (যেমন: বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি পাসপোর্টধারী)।

– শর্ট-স্টে ভিসায় (৯০ দিন/১৮০ দিনের মধ্যে) শেঙ্গেন জোনে প্রবেশকারী।

যাদের জন্য প্রযোজ্য নয়:

– ইইউ/শেঙ্গেন নাগরিক।

– দীর্ঘমেয়াদি ভিসাধারী (যেমন: কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা)।

 

EES কিভাবে কাজ করবে?

– পাসপোর্ট স্ট্যাম্পের বদলে ডিজিটাল ডেটা সংগ্রহ।

– বায়োমেট্রিক স্ক্যানিং: প্রথম প্রবেশে আঙুলের ছাপ ও ফেসিয়াল রেকগনিশন নেওয়া হবে।

– স্বয়ংক্রিয় ট্র্যাকিং: কত দিন থাকলেন, কখন বের হলেন—সব রেকর্ড করা হবে।

– ওভারস্টে চেক: ৯০ দিনের বেশি থাকলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট করবে।

 

ভ্রমণকারীদের জন্য কী পরিবর্তন আসছে?

ইতিবাচক:

– পাসপোর্ট স্ট্যাম্পের ঝামেলা কমবে (অটোমেটেড গেট ব্যবহার করা যাবে)।

– ভিসা ফ্রড ও আইডেন্টিটি চুরি কমবে।

চ্যালেঞ্জ:

– প্রথম প্রবেশে সময় বেশি লাগতে পারে (বায়োমেট্রিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া)।

– ছোট এয়ারপোর্ট/ট্রেন স্টেশনে প্রযুক্তিগত সমস্যা হতে পারে।

 

গুরুত্বপূর্ণ তথ্য:

ইফেক্টিভ ডেট: ১২ অক্টোবর ২০২৫ (২৯টি দেশে, শেঙ্গেন জোন + সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড)।

ডেটা প্রাইভেসি: ইইউ দাবি করছে, “ডেটা সর্বোচ্চ সুরক্ষিত থাকবে।”

আপনার মতে, এই নতুন ডিজিটাল বর্ডার নিয়ম ইউরোপে ভ্রমণকে কতটা সহজ করবে? এবং নতুন প্রযুক্তির জন্য আপনি কতটা প্রস্তুত


এ জাতীয় আরো খবর...