শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল মঙ্গলবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হবে আগামীকাল ১৯ আগস্ট মঙ্গলবার। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগ পাবেন এই ধাপে। তবে এরপরও ফাঁকা থাকবে প্রায় ৬০ হাজার পদ। ১৮ আগস্ট সোমবার সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ফল অনুমোদন দেন।

বিজ্ঞপ্তির ফল প্রকাশ করার এখতিয়ার রয়েছে এনটিআরসিএ’র। তবে পুলিশ ভেরিফিকেশন চালু রেখে ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়া হয়েছে। গত রোববার ও সোমবার দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। রোববারই অনুমোদন দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। শিক্ষা উপদেষ্টার অনুমোদনের বিষয়টি মন্ত্রণালয়ের তরফে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ই জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে মোট শূন্যপদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা ছিল। ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী আবেদন করেছেন। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পেরেছেন। তবে শূন্যপদ লক্ষাধিক হলেও আবেদনকারীর সংখ্যা ৬০ হাজারেরও কম হওয়ায় প্রায় অর্ধেক পদ এবারও ফাঁকা থেকে যাবে।


এ জাতীয় আরো খবর...