শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
?????? ?????????????????? ??????????????? ??????????????? ???????????????????????? ??????????????????????????? ??????????????????????????????

জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনী বলেছে ‘মব’, কিন্তু আমরা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি।

হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ডিএমপি কমিশনার জানিয়েছেন লাল টি-শার্ট পরা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল। নুর মনে করে তিনি আমাদের আরেক নেতা সম্রাটের ওপর হামালা করেছেন। বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করতে হবে।

নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামীকাল (রোববার) বিএনপি, জামায়াত ও এনসিপি- এই ৩ দলের সঙ্গে বৈঠক হবে না, এটা বৈষম্য। বৈঠক হতে হবে সর্বদলীয়। প্রত্যেক দল নিয়ে সংলাপ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাও করা হবে।

এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রাশেদ খান। সেই সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান।

গণঅধিকার পরিষদের ৩ দফা দাবি হলো-

১) হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারকে আজকের (শনিবার) মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে।

২) যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে পারছেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে।

৩) ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে।


এ জাতীয় আরো খবর...