শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

৬৯ দেশের ওপর মার্কিন শুল্ক কার্যকর; কঠোর চাপে, সহনীয় অবস্থানে যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করে ৬৯টি দেশ ও বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর নতুন করে ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছেন। এর হার ১০ শতাংশ থেকে ৪১ শতাংশ পর্যন্ত। শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই শুল্ক আরোপের লক্ষ্য হলো যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে কিংবা যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক ভারসাম্য নেই, তাদের রপ্তানি পণ্যের ওপর চাপ বাড়ানো। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,‘আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কগুলোতে পারস্পরিকতা ও ভারসাম্যের অভাব রয়েছে।’

এই শুল্ক একটি জাতীয় জরুরি অবস্থার প্রতিক্রিয়া হিসেবে জারি করা হয়েছে, যা ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর ঘোষিত হয়েছিল। এই আদেশ অনুযায়ী, সই হওয়ার পর থেকেই এসব দেশ ও অঞ্চলের পণ্যের ওপর এ শুল্ক কার্যকর হয়ে যাবে। শুক্রবার (১ আগস্ট) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব বলা হয়েছে।

এর বাইরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের আরেকটি নির্বাহী আদেশে সই করেন। হোয়াইট হাউস জানিয়েছে, কানাডা যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদক প্রবাহ ঠেকাতে সহযোগিতা করছে না- এই অভিযোগে এমন কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমান নির্বাহী আদেশ অনুযায়ী যেসব দেশ ১৯ শতাংশ থেকে ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক হার পেয়েছে-এগুলো তুলনামূলকভাবে উচ্চ ও মাঝারি পর্যায়ের কঠোরতার তালিকায় রয়েছে।

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ, পাকিস্তানে ২৯ শতাংশ, শ্রীলঙ্কায় ৪১ শতাংশ এবং ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে।আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে, পরবর্তীতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ আগস্ট) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ হার উল্লেখ করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার।

‘ফারদার মডিফাইং দ্য রেসিপ্রোকাল ট্যারিফ রেটস’ শীর্ষক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ৬৯টি বাণিজ্যিক অংশীদার দেশের নাম ও সংশ্লিষ্ট ‘সংশোধিত’ শুল্কহার তালিকাভুক্ত করেছে।

মূলত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো বড় কিছু বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যে প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে ভারত ও তাইওয়ানের মতো দেশগুলোর ক্ষেত্রে শুল্কহার আরও বেশি। ভারতের ক্ষেত্রে ২৫ শতাংশ, তাইওয়ানের ক্ষেত্রে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কারণ এসব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এখনও সেভাবে এগোয়নি।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কগুলোতে পারস্পরিক ন্যায্যতার অভাব রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এক্সিকিউটিভ অর্ডার ১৪২৫৭-এর আওতায় ঘোষিত জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমি নির্দিষ্ট কিছু বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপকে প্রয়োজনীয় ও উপযুক্ত মনে করছি।’

কানাডার শুল্কহার বাড়ানোর বিষয়েও হোয়াইট হাউস একটি তথ্যপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘উত্তর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ রোধে কানাডা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং প্রতিক্রিয়া দেখিয়েছে। এ কারণে ট্রাম্প কানাডার পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করেছেন।’


এ জাতীয় আরো খবর...