শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ভারতের শিলিগুড়ি থেকে আটক এক তরুণীসহ ৯ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত থেকে শুক্রবার (১ আগস্ট) সকাল পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে এসব ঘটনা ঘটে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পপি রায় নামের এক তরুণীকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, পপি দীর্ঘ এক বছর ধরে শিলিগুড়িতে তার ভারতীয় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন এবং স্থানীয় এক মন্দিরে কাজ করতেন। সম্প্রতি পুলিশ তাকে আটক করে বিএসএফের মাধ্যমে ফেরত পাঠায়। তবে একই রাতে ওই সীমান্ত এলাকা দিয়েই নারী ও শিশুসহ চার সদস্যের একটি পরিবারকে পুশইন করে বিএসএফ।

অপরদিকে, ওই রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে বাংলাদেশে পুশইন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, বর্তমানে আটক নারী-শিশুদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...