শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আগামীকাল ৩ আগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার এনসিপি’র বাংলামোটর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আগামীকাল বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি—ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনও শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘সনদের খসড়া আমরা দিয়েছি। সরকারও তাদের খসড়া তৈরি করছেন বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন এখনও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না—এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।’

আরও পড়ুন: রবিবার শহীদ মিনারে নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’

একইদিনে শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দু’টি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে।’ এতে এনসিপি’র পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করা হয়। নাহিদ বলেন, ‘যাতে পরীক্ষার্থীদের ও সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি এবং আরও বলব।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং অপব্যবহারের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের নামে কেউ চাঁদাবাজি বা ফায়দা লুটতে চাইলে প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’

এর আগে সকাল সাড়ে ৯টার পর এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’


এ জাতীয় আরো খবর...