শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে যে বার্তা দিলেন এনসিপি নেতারা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রোববার ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন দলটির শীর্ষ ৪ নেতা। শনিবার (২ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ওই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে।

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তাগুলো দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ভিডিও বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় দেশবাসী জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা। আগামীকাল ৩ আগস্ট আবারও আমরা শহিদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু। একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু।’

আরও পড়ুন: আগামীকাল নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

নাহিদ ইসলাম বলেন, ‘এই এক বছরে হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে। কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভেতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা, এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনের দিনের পথ চলতে চাই।’ এছাড়াও ভিডিও বার্তায় জুলাই পদযাত্রার কথা তুলে ধরে ভবিষ্যতের প্রত্যাশিত বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম।

এদিকে ভিডিও বার্তায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আগামীকাল ৩ আগস্ট এক দফা ঘোষণার এক দফা পূর্তিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তরফে কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশ ইশতিহার ঘোষিত হবে। সারাদেশের জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে আগামীকালের সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আগামীকালের নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণার সমাবেশে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে দেখা হচ্ছে সকলের সঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ।’

এছাড়াও ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।


এ জাতীয় আরো খবর...