শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

শহিদ মিনারে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ; নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণার অপেক্ষা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
এনসিপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (০৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশস্থলে নেতাকর্মীদের জন্য শহিদ মিনারের সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে বড় আকারের ডিজিটাল পর্দা। এসব পর্দায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য প্রদর্শিত হচ্ছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এনসিপির নেতারা আশা করছেন, গত বছরের ৩ আগস্টের মতো এবারও শহিদ মিনার এলাকায় বিশাল জনসমাগম হবে।

সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়েছেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালী থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার ছবিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এনসিপি’র সমাবেশে শুরুর অপেক্ষায়

এর আগে, শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, শনিবারের এই সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে ঘোষিত ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা রূপরেখা তুলে ধরা হবে। সেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, অর্থনৈতিক নীতিমালা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, প্রবাসী নীতিসহ নগর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার পরিকল্পনার কথা থাকবে।

এনসিপির এক নেতা জানিয়েছেন, এই ইশতেহার অনেকটাই একটি পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহারের মতো। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত দলটির রাজনৈতিক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে ২৪টি পয়েন্টে ইশতেহারটি সাজানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...