গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের তথ্য অনুযায়ী, সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগে জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করেন। এই প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব খাত থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।