রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ ঘিরে মানুষ জড়ো হতে শুরু করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশ করছে। দুপুর ২টা ২৫ মিনিটে উদ্যাপন করা হয় ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ। এরপর গান পরিবেশন করবে বিভিন্ন ব্যান্ড।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান।
রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। এছাড়া অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এই উদযাপনে অংশ নিচ্ছেন। অনুষ্ঠান শুরুর আগে দেখা যায়, অনেকে নানা স্লোগান দিচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন।
পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত।