ফেনীতে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লবসহ প্রমূখ।
এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান। তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তারমধ্য দিয়ে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। কোনোরকম গুণ্ডামি-পাণ্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমেই জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব (চাঁদাবাজি-সন্ত্রাস) করতে যায় তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সদস্যসচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন-জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।
পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড, মডেল থানা, মিজান রোড, কলেজ রোড, জেল রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা বিএনপির আওতাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।