মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমি নিশ্চিত, সবাই সাপোর্ট করলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতো দূরদর্শী নেতার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে একটি গ্রেট কান্ট্রিতে পরিণত হবে।’ স্থানীয় সোমবার (৪ আগস্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এই সাবেক প্রধানমন্ত্রী।
মুসলিম উম্মাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য।’
এ সময় মাহাথির বাংলাদেশের সম্ভাবনা, ঐতিহ্য এবং জনগণের প্রতিভা নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেন। একইসঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের আরও ইতিবাচক অংশগ্রহণ কামনা করেন।