শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

২৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
বিদেশ ফেরত বাংলাদেশিরা নিজ দেশের বিমানবন্দরে: ফাইল ছবি

২৬ বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে সন্দেহজনকভাবে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে তাদেরকে ফেরত পাঠায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

৬ আগস্ট (বুধবার) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, একেপিএস-এর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই ২৬ জন বাংলাদেশি গত মঙ্গলবার ভোরে ঢাকা থেকে দু’টি পৃথক ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একেপিএস জানায়, এদের প্রবেশপথ পূর্বপরিকল্পিতভাবে সাজানো ছিল এবং তাদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের আন্তর্জাতিক আগমন গেট এলাকায় পৌঁছানোমাত্রই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মনিটরিং ইউনিটের সদস্যরা। এরপর সঙ্গে সঙ্গে তাদের থামিয়ে দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য একেপিএস অপারেশন অফিসে নিয়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন এবং তাদের ভ্রমণ উদ্দেশ্য ছিল সন্দেহজনক ও অসংগতিপূর্ণ। যাচাই-বাছাই শেষে একেপিএস কর্তৃপক্ষ তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী ফ্লাইটেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে হারিয়ান মেট্রো।

সংস্থাটির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মতো দেশের প্রধান প্রবেশপথগুলোতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারীদের রুখতে একেপিএস কঠোর নজরদারি ও পদক্ষেপ অব্যাহত রাখবে।


এ জাতীয় আরো খবর...