ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই এ বিষয়ক নির্বাহী আদেশে সই করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউসের তরফে এ তথ্য জানানো হয়। রাশিয়ার তেল কেনার বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার পরই দিল্লির ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। মঙ্গলবার সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতের ওপর আরও শুল্ক বৃদ্ধির হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। কারণ তারা আমাদের সঙ্গে প্রচুর পরিমাণ বাণিজ্য করছে কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করতে পারছি না। সুতরাং আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই পরিমাণ আরও বাড়তে পারে। আগেই ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক দেন ট্রাম্প। নতুন করে আরও ২৫ শতাংশ যোগ করায় তা বেড়ে ৫০ শতাংশ হয়েছে। যা বাংলাদেশের ওপর আরোপিত শুল্কের চেয়ে ৩০ শতাংশ বেশি। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। মার্কিন প্রেসিডেন্টের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (৫০ ইউ.এস.সি ১৭০১ অনুচ্ছেদ) অনুসারে নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ বিষয়ে এখনও কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি ভারত। তবে চলতি সপ্তাহের শুরুতে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে দেশটি। নয়াদিল্লিকে লক্ষ্য করে উচ্চ শুল্ক আরোপের হুমকির পর প্রতিক্রিয়ায় ভারত বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দিল্লিকে লক্ষ্যবস্তু করছে। যা ‘অযৌক্তিক’।