শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
XIAN, CHINA - MAY 14: Indian Prime Minister Narendra Modi (Left) and Chinese President Xi Jinping attend a meeting on May 14, 2015 in Xian, Shaanxi province, China. (Photo by Kim Kyung-Hoon - Pool/Getty Images)

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বহুপাক্ষিক সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন নরেন্দ্র মোদি। যা ৩১ আগস্ট শুরু হওয়ার কথা। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। এমন সময় মোদি চীন সফরের সিদ্ধান্ত নিলেন যখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গুরুতর সংকটের সম্মুখীন হয়েছে। এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া রাশিয়া থেকে তেল ক্রয় করলে আরও কঠোর পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ২০১৮ সালের পর থেকে এই প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন মোদি। এর আগে গত বছর অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেন মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে অবশ্য ব্রিকসের উদীয়মান অর্থনীতির কয়েকটি দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ভারতও আছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাশিয়ার জন্য ট্রাম্প প্রশাসন যে সময় নির্ধারণ করে দেয় তার মেয়াদ শেষ হওয়ার আর দুই দিন বাকি। এমন সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে অবস্থান করছেন। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি রাশিয়া থেকে তেল ক্রয়ের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ভারত যাতে রাশিয়া থেকে তেল না ক্রয় করতে পারে এজন্য দেশটিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

 


এ জাতীয় আরো খবর...