শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

প্রকৃত ভোটারের নাম বাদ দিলে বিদেশ বিজেপির মুখোশ খুলবেন মমতা

এম এইচ আকাশ, কোলকাতা, ভারত
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: ছবি-সংগ্রীহিত

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর মাধ্যমে যদি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়, তাহলে দেশে দেশে ঘুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখোশ খুলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার ঝাড়গ্রামে এক জনসভায় মমতা বলেন,যদি বাংলার বিরুদ্ধে অত্যাচার হয় এবং প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলা হয়, তাহলে আমি বিশ্ব ভ্রমণ করব।  সমগ্র বিশ্বকে জানাবো কিভাবে অগণতান্ত্রিকভাবে জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে।
মমতা অভিযোগ করেন, বিজেপি এসআইআরের আড়ালে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) বাস্তবায়নের চেষ্টা করছে।
নির্বাচন কমিশনকে বিজেপির দাস বলে অভিহিত করে মমতা বলেন, কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন তিনি যা বলবেন তাই হবে।  এটি শাহের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মমতা অভিযোগ করেন।

নির্বাচন কমিশন চারজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার যে নির্দেশ দিয়েছে তা রাজ্য সরকার মানবে না বলে মমতা জানিয়ে দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে মমতা বলেন, মঙ্গলবার আমার দুই সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। রাজ্যকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, নির্বাচন কি ঘোষণা করা হয়েছে? কমিশন কোন আইনের অধীনে আমাদের নির্দেশ দিচ্ছেন? আমি এটা করব না। আমি তাদের শাস্তি দেব না।
এদিকে তৃণমূল কংগ্রেস  সুপ্রিমো নাটক মঞ্চস্থ করছেন এবং মিথ্যা বলতে পারদর্শী বলে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, মমতা কি প্রমাণ করতে পারবেন যে প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে? কেবল বাংলাদেশি, রোহিঙ্গা, মৃত ভোটার এবং কাল্পনিক ভোটারদের নাম মুছে ফেলা হচ্ছে। বিজেপির অভিযোগ, এই ভুয়া এবং অবৈধ ভোটারদের কারণেই মমতার দল টিকে আছে। শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর পদ একটি সাংবিধানিক পদ। কীভাবে তিনি সেই পদ ধরে রেখে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করতে পারেন? তিনি কি সংবিধানের ঊর্ধ্বে?


এ জাতীয় আরো খবর...