সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা ।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।