শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

ইসরায়েলের বিমানবন্দরসহ ৩ স্থাপনায় ‘আঘাত হেনেছে’ সশস্ত্র গোষ্ঠীর ড্রোন

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
হুতির বহরে থাকা অত্যাধুনিক ড্রোন। ফাইল ছবি

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। ড্রোনগুলো সফলভাবে আঘাত হানারও দাবি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

শনিবার (৯ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের খবরে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে তিনটি সফল অভিযানের ঘোষণা দিয়েছেন।

হুতি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি। এই ধারাবাহিক অভিযানে, বেন গুরিওন বিমানবন্দরসহ বেয়ারশেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো।’

তিনি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ, তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই তিন অভিযান।

সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, ‘এসব বন্দরের সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।’ তবে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।


এ জাতীয় আরো খবর...