শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

৪২ আসনে প্রার্থী ঘোষণা জমিয়তে উলামায়ে ইসলামের

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৭টি আসনের মধ্যে ৪২টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিকেলে গণমাধ্যমে পাঠানো জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা হলেন:

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মাওলানা মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মুফতি ইমরানুল বারী সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাওলানা জাহিদ; কুমিল্লা-৫ আসনে মাওলানা ওমর ফারুক, কুমিল্লা-৬ আসনে মাওলানা মোতাহের হোসেন, কুমিল্লা-৭ আসনে মুফতি ওয়ালী উল্লাহ, কুমিল্লা-৯ আসনে মাওলানা আহমদ উল্লাহ,  কুমিল্লা-১০ আসনে মুফতি ইয়াকুব আলী; চাঁদপুর-২ আসনে মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, চাঁদপুর-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর-৫ আসনে মাওলানা সালেহ আহমদ কাসেমী; ফেনী-১ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম, ফেনী-২ আসনে মুফতি তাহের সাঈদ, ফেনী-৩ আসনে মাওলানা মাঈন উদ্দীন ফারায়েজী; নোয়াখালী-৩ আসনে হাফেজ মাওলানা ইয়াসিন, নোয়াখালী-৪ আসনে মাওলানা মাহবুবুর রহমান, নোয়াখালী-৫ আসনে মাওলানা মাস‌উদ বিন জয়নাল; লক্ষ্মীপুর-৩ আসনে মাওলানা ফজলে এলাহী; চট্টগ্রাম-২ আসনে মাওলানা মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম-৩ আসনে মাওলানা শাব্বির আহমদ, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা নাসিরুদ্দীন মুনির, চট্টগ্রাম-৬ আসনে মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম -১০ আসনে মাওলানা জাকারিয়া কাসেমী; সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আলহাজ নুরুল হক।

 

সিলেট বিভাগের প্রার্থীরা হলেন:

সিলেট-২ আসনে মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা শেখ নুরে আলম হামিদী, হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, হবিগঞ্জ-৩ আসনে মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা বদরুল আলম, মুফতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর...