শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিকেলে গণমাধ্যমে পাঠানো জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মাওলানা মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মুফতি ইমরানুল বারী সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাওলানা জাহিদ; কুমিল্লা-৫ আসনে মাওলানা ওমর ফারুক, কুমিল্লা-৬ আসনে মাওলানা মোতাহের হোসেন, কুমিল্লা-৭ আসনে মুফতি ওয়ালী উল্লাহ, কুমিল্লা-৯ আসনে মাওলানা আহমদ উল্লাহ, কুমিল্লা-১০ আসনে মুফতি ইয়াকুব আলী; চাঁদপুর-২ আসনে মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, চাঁদপুর-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর-৫ আসনে মাওলানা সালেহ আহমদ কাসেমী; ফেনী-১ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম, ফেনী-২ আসনে মুফতি তাহের সাঈদ, ফেনী-৩ আসনে মাওলানা মাঈন উদ্দীন ফারায়েজী; নোয়াখালী-৩ আসনে হাফেজ মাওলানা ইয়াসিন, নোয়াখালী-৪ আসনে মাওলানা মাহবুবুর রহমান, নোয়াখালী-৫ আসনে মাওলানা মাসউদ বিন জয়নাল; লক্ষ্মীপুর-৩ আসনে মাওলানা ফজলে এলাহী; চট্টগ্রাম-২ আসনে মাওলানা মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম-৩ আসনে মাওলানা শাব্বির আহমদ, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা নাসিরুদ্দীন মুনির, চট্টগ্রাম-৬ আসনে মাওলানা জমির উদ্দিন, চট্টগ্রাম -১০ আসনে মাওলানা জাকারিয়া কাসেমী; সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে আলহাজ নুরুল হক।
সিলেট-২ আসনে মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে মাওলানা ফখরুল ইসলাম, মৌলভীবাজার-১ আসনে মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা শেখ নুরে আলম হামিদী, হবিগঞ্জ-১ আসনে মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, হবিগঞ্জ-৩ আসনে মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, হবিগঞ্জ-৪ আসনে মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী।