শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

নতুন ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ; মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অন্যদিকে মৃত ও কর্তনযোগ্য হিসেবে বাদ গেছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি ২১ আগস্ট পর্যন্ত জমা দেয়া যাবে। ২৪ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।

সচিব বলেন, এ বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম কর্তন করা হয়েছে।

আরও পড়ুন: রোববার দ্বিতীয় দফায় ভোটার তালিকার খসড়া প্রকাশ

এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নবীন ভোটারদের দ্রুত অন্তর্ভুক্তির জন্য নতুন আইনে এই বিধান রাখা হয়েছে।

ইসি জানায়, এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে- ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর। খসড়া তালিকা ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে তথ্যগত ভুল থাকলে সংশোধনের আবেদন, নতুন নাম অন্তর্ভুক্তি বা স্থানান্তরের সুযোগ মিলবে ১২ দিনের জন্য।


এ জাতীয় আরো খবর...