শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা, প্রতিবাদে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজা উপত্যকায় সামরিক অভিযান বাড়িয়ে গাজা ‘সিটি’ দখলের পরিকল্পনা বিরোধিতা করে ইসরায়েলজুড়ে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) হাজার হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। খবর বিবিসির

এর আগে শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা গাজায় যুদ্ধ বন্ধের জন্য পাঁচটি নীতি অনুমোদন দিয়েছিল। এর মধ্যে একটি হলো গাজা উপত্যকার ‘নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ’। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের ‘নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত’।

টাইমস অব ইসরায়েলর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা উপত্যকার বৃহত্তম নগরী গাজা সিটি দখলে নেওয়ার পরিকল্পনাটি পাস হয়।

গাজায় ৫০ জন জিম্মির মধ্যে এখনও ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা জিম্মিদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। এ সময় বিক্ষোভকারীরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

গাজা সিটি দখলে নেয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ পরিকল্পনার তীব্র নিন্দা জানায়। তবে ইসরায়েলি নেতারা এসব সমালোচনা প্রত্যাখান করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সামরিক এই অভিযান আমাদের জিম্মিদের মুক্ত করতে সহায়তা করবে।’

জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি দল সামাজিক মাধ্যম এক্স বলেছে, গাজায় সামরিক অভিযানের ফলে যুদ্ধ আরও বিস্তৃত হবে। এর ফলে জিম্মিরা আরও ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েলের জনগণ তাদের ঝুঁকিতে ফেলতে রাজি নয়।

জেরুজালেম নগরীতে বিক্ষোভে অংশ নেয়া শাখা বিবিসিকে বলেন, আমরা যুদ্ধ বন্ধ চাই। কারণ, আমাদের জিম্মিরা গাজায় বন্দি রয়েছে। তারা সেখানে মারা যাচ্ছে। তাদের সবাইকে আমরা ঘরে ফেরত চাই। তিনি আরও বলেন, এতে আমাদের যা হওয়ার হবে। তারপরও যুদ্ধ বন্ধ করতে হবে। এটি প্রয়োজন। আমরা যুদ্ধ বন্ধ করবো।

বিক্ষোভে অংশ নেয়া সাবেক এক সেনাসদস্য বলেন, আমি এখন সামরিক বাহিনীতে কাজ করবো না। ম্যাক্স ক্রেশ বলেছেন, গাজায় যুদ্ধ শুরুর দিকে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু এখন তিনি আর যুদ্ধে যাবেন না।

তিনি আরও বলেন, আমরা ৩৫০ জনেরও বেশি সৈন্য একসঙ্গে যুদ্ধ করেছি। কিন্তু এখন আমরা নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে অংশ নিতে অস্বীকার করছি। তার এই যুদ্ধের ফলে গাজায় জিম্মিদের বিপদে ফেলছে। এছাড়াও সেখানকার অনেক ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিদের বিপদে ফেলছে।


এ জাতীয় আরো খবর...