শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুদকের ৩ কর্মকর্তা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহেনা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা। বুধবার (১৩ আগস্ট)  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির তিনটি পৃথক মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মোট ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়।

এর আগে জানুয়ারিতে শেখ হাসিনার সম্পত্তিতে থাকার অভিযোগ ওঠে টিউলেপর বিরুদ্ধে এবং বাংলাদেশে দুর্নীতিতে তার নাম উঠে আসে। এ নিয়ে সমালোচনা শুরু হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকারের দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ।

এই মামলায় টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনা মোট চারজনকে আগে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে, রাষ্ট্রপক্ষ বলেছে, তারা পলাতক এবং তাদের অনুপস্থিতিতে বিচার করা হবে। টিউলিপ যুক্তরাজ্যে থেকে এই প্রক্রিয়াটিকে ‘নিপীড়ন এবং প্রহসন’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

তবে, দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল বলেছেন, সিদ্দিক ‘মিথ্যা কথা বলছেন। আমরা প্রয়োজনীয় সকল নথি পেয়েছি, যার মধ্যে এই বিষয়ে তার চিঠিপত্রও রয়েছে। আমাদের কাছে তার বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে।’

এর আগে গত ১১ আগস্ট ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে প্লট দুর্নীতির অপর ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পৃথক ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এ জাতীয় আরো খবর...