শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ১০ বছরের বোধানা শ্রীভানান্দান

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ১০ বছরের ব্রিটিশ কন্যা বোধানা শ্রীভানান্দান। উত্তর-পশ্চিম লন্ডনের বোধানা লিভারপুলে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে পরাজিত করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (ফিদে) তথ্যমতে, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই সাফল্য পেয়ে বোধনা ভেঙে দিয়েছেন মার্কিন খেলোয়াড় ক্যারিসা ইয়িপের রেকর্ড, যিনি ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিনে গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।

এই জয়ে বোধনা নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছেন, যা নারী গ্র্যান্ডমাস্টারের এক ধাপ নিচে। দাবায় সর্বোচ্চ খেতাব ‘গ্র্যান্ডমাস্টার’, যা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ডোম্মারাজু এবং বিশ্ব এক নম্বর ম্যাগনাস কার্লসেনের মতো খেলোয়াড়দের রয়েছে।

এর আগে, ২০২৪ সালে এক সাক্ষাৎকারে বোধনার বাবা জানান, তাদের পরিবারে আগে কেউ দাবায় বিশেষ কৃতিত্ব অর্জন করেননি।

বোধনা জানান, কোভিড মহামারির সময় পাঁচ বছর বয়সে তিনি দাবা খেলা শুরু করেন। বাবার এক বন্ধু তাদের কিছু খেলনা ও বই উপহার দিয়েছিলেন। ‘একটি ব্যাগে দাবার বোর্ড দেখে গুটিগুলো আমার ভালো লাগে।

‘প্রথমে আমি গুটিগুলো খেলনা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু বাবা বললেন, খেলার নিয়ম শিখে খেলতে পারি। আর তখন থেকেই খেলা শুরু’।

সূত্র: সিএনএন নিউজ।


এ জাতীয় আরো খবর...