ডোনাল্ড ট্রাম্প সাধারণত বৈঠকের শুরুতে বিশ্ব নেতাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তবে, আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠকে ট্রাম্পের আচরণ ছিল ব্যতিক্রমীভাবে নীরব। বৈঠকের শুরুতে, ট্রাম্প এবং পুতিন একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং হাস্যোজ্জ্বলভাবে সৌজন্য বিনিময় করেন। তবে, প্রেসের উপস্থিতিতে তারা কোনো মন্তব্য করেননি এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। পরে, প্রেসকে দ্রুত বের করে দেয়া হয়, যা বৈঠকের গোপনীয়তা বজায় রাখার লক্ষ্যে ছিল।
এই নীরবতা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ ট্রাম্প সাধারণত বৈঠকের শুরুতে খোলামেলা আলোচনা করেন। বিশেষজ্ঞরা মনে করেন, এটি পুতিনের প্রতি ট্রাম্পের কৌশলগত মনোভাবের প্রতিফলন হতে পারে। তবে, ট্রাম্পের নীরবতা বৈঠকের ফলাফল সম্পর্কে কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেয়নি।
উল্লেখ্য, এই বৈঠকটি ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত দেড়টা) তাঁদের এই বৈঠক শুরু হয়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এটাই তাঁর প্রথম সাক্ষাৎ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎও এটাই প্রথম।
সাড়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধই এই সাক্ষাতের প্রধান লক্ষ্য। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকের জন্য আলাস্কায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টার আগে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে) মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে অবতরণ করে। এর প্রায় আধা ঘণ্টা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী বিমান অবতরণ করে।
দুই প্রেসিডেন্টই একই সময় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টার পর) বিমান থেকে অবতরণ করেন। তাঁরা দুজনই লালগালিচা দিয়ে হেঁটে পরস্পরের কাছে এসে করমর্দন করেন।