শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

মেসিকে নিয়ে সুখবর মায়ামির

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
মেসির সাথে তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো। ছবি- মার্কা

চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে আগামীকাল ভোরে এমএলএসের ম্যাচে এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির এ ম্যাচে মায়ামির স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো গতকাল জানিয়েছেন, আর্জেন্টাইন এ কিংবদন্তি সুস্থ হয়ে উঠে এখন দলে ফিরতে প্রস্তুত। ডান পায়ে চোট পাওয়ায় মায়ামির হয়ে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি মেসি।

২রা আগস্ট লীগস কাপে নেকাখসার বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের মাংসপেশিতে চোট পান ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। ১১ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যেতে হয় আটবারের এই ব্যালন ডি’অর জয়ীকে। সুস্থ হয়ে ওঠার পর ১৩ আগস্ট দলীয় অনুশীলনে ফেরেন মেসি। এখন ম্যাচ খেলার মতো ফিট তিনি। সাংবাদিকদের মাচেরানো বলেন, ‘লিও ভালো আছে। বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে। অদ্ভুত কিছু না ঘটলে শনিবারের ম্যাচে তার স্কোয়াডে থাকা উচিত।’

চোটে ছিটকে পড়ার পর লীগস কাপে পিউমাসের বিপক্ষে মায়ামির ৩-১ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি মেসি। এরপর এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে মায়ামির ৪-১ গোলে হারের ম্যাচেও তাকে পায়নি মায়ামি। গ্যালাক্সির মুখোমুখি হওয়ার পর বুধবার লীগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হবে মায়ামি।

এমএলএস ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের তালিকায় ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মায়ামি। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সঙ্গে ৯ পয়েন্টে পিছিয়ে ২৩ ম্যাচ খেলা ইন্টার মায়ামি।

এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসির এ মৌসুমে ১৮ ম্যাচে ১৮ গোলের সঙ্গে রয়েছে ৯টি অ্যাসিস্ট । ন্যাশভিল এসসির স্যাম সারিজের সঙ্গে এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও মেসি। তবে সারিজ মেসির চেয়ে ৮ ম্যাচ বেশি খেলেছেন।


এ জাতীয় আরো খবর...