শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

দ্রুততম গোলের মাইলফলকে রেকর্ডবুকে মেসির নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
লিওনেল মেসি-ফাইল ছবি

ফুটবলের ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড যোগ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারের ৮৭৫তম গোলের দেখা পেয়েছেন তিনি, যা বয়স এবং ম্যাচ দুই দিক থেকেই দ্রুততম।

রোববার (১৭ আগস্ট) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। মাংসপেশির ইনজুরির কারণে টানা দুই ম্যাচ মিস করার পর মাঠে ফিরেই জ্বলে ওঠেন তিনি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে বদলি নেমে এক গোল ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার নৈপুণ্যে ৩-১ ব্যবধানে জয় পায় মায়ামি।

৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করে দলকে লিড এনে দেন মেসি। এরপর অসাধারণ ব্যাকহিল পাসে সতীর্থ লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেন, যা থেকে উরুগুইয়ান তারকা গোল করে জয় নিশ্চিত করেন।

ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যেই ৫৯ গোল এবং ৩০টি অ্যাসিস্টের মালিক মেসি। এমএলএস ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম অর্জন।

এবারের রেকর্ডে মেসি ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারের ৮৭৫তম গোল করতে মেসির লেগেছে ১,১১৬ ম্যাচ এবং বয়স ৩৮ বছর ৫৪ দিন। অন্যদিকে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো এই মাইলফলক ছুঁয়েছিলেন ১,২০৬ ম্যাচ খেলে, বয়স তখন ছিল ৩৯ বছর ১২ দিন।

তবে সামগ্রিক গোলসংখ্যায় এখনও এগিয়ে আছেন রোনালদো। বর্তমানে আল-নাসরের হয়ে খেলা পর্তুগিজ ফরোয়ার্ডের গোলসংখ্যা ৯৩৮। মেসি আছেন তার পেছনে, তবে অ্যাসিস্টের দিক দিয়ে (৩৮৯) অনেকটা এগিয়ে। সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির অবদান এখন দাঁড়িয়েছে ১,২৬৩ গোলে।

২০০৫ সালের ১ মে, মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। সেই ম্যাচেই রোনালদিনহোর পাস থেকে প্রথম গোল পান তিনি। এরপর থেকে একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলেছেন ফুটবল জাদুকর।

শেষ পর্যন্ত বলা যায়, পড়ন্ত ক্যারিয়ারেও প্রতিদ্বন্দ্বিতার শিখরে রয়েছেন মেসি ও রোনালদো। তবে এবার রেকর্ডবইয়ে নাম লেখানোর দৌড়ে একধাপ এগিয়ে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।

বিভিন্ন দলে লিওনেল মেসির গোল ও অ্যাসিস্ট

দল

ম্যাচ

গোল

অ্যাসিস্ট

বার্সেলোনা

৭৭৮

৬৭২

২৬৯

আর্জেন্টিনা

১৯৩

১১২

৫৮

পিএসজি

৭৫

৩২

৩৪

ইন্টার মায়ামি

৭১

৫৯


এ জাতীয় আরো খবর...