শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

পাকিস্তানে ভয়াবহ বন্যায় দুই শতাধিক নিখোঁজ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পাকিস্তানে স্মরণকালের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর দেয়া হয়েছে। এছাড়া এখনও বহু মানুষের সন্ধান মেলেনি। সরকারের তরফে বলা হয়েছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বন্যায় ২০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ভয়াবহ বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের নামের জেলা। সেখানে এখনও ২০৯ জনের সন্ধান পায়নি তাদের পরিবার। ধারণা করা হচ্ছে তাদের কেউ জীবিত নেই।

বুনের কমিশনার জানিয়েছে, আটজনের মৃতদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। অনেক পরিবারই তাদের স্বজনদের মৃতদেহ শনাক্ত করতে পারেনি। এদিকে এএফপির এক সংবাদে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ১০ থেকে ১২টি গ্রাম পুরোপুরি মাটির নিচে চলে গেছে।

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক আসফান্দিয়ার খাট্টাক বলেন, শাংলা জেলায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের পাশাপাশি ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরেও ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে। এতে ওই অঞ্চলে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


এ জাতীয় আরো খবর...