মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে আগামী ২২ আগস্টের মধ্যেই একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপে বলেন, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে সরাসরি আলোচনায় বসতে চান।
ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং এ আলোচনায় ইউরোপীয় নেতাদেরও যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকে পুতিন অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানা যায়নি।
শুক্রবারের বৈঠক ছিল রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরুর পর ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি মুখোমুখি বৈঠক। একই সঙ্গে ২০০৭ সালের পর এটিই প্রথমবারের মতো মার্কিন মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন পুতিন।
আলাস্কার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তিনি ও ট্রাম্প একটি বোঝাপড়ায় পৌঁছেছেন। অন্যদিকে ট্রাম্প বলেন, কিছু অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধ শেষ করার মতো পূর্ণাঙ্গ চুক্তি এখনও হয়নি।