শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

পরীমণি হাসপাতালে

বিনোদন কণ্ঠ
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় ছেলেসহ মা পরীমণিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এদিন সন্ধ্যায় জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজেন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুপুরে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা থেকে বর্তমানে মুক্ত আছেন পরীমণি। তবে তার প্রচণ্ড জ্বর। শরীরও ব্যথা। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন তাকে। আর কয়েকটা দিন হাসপাতালে থাকার জন্যও পরামর্শ দেয়া হয়েছে অভিনেত্রীকে।

এছাড়া এ নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন, হাসপাতালে খুব একটা ভালো নেই তিনি। এ ব্যাপারে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।’ পোস্টের শেষে যোগ করেছেন, ‘বিস্তারিত আসছে।’

প্রসঙ্গত, শিগগিরই ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করবেন পরীমণি। সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কয়েকবার পরিচালকের সঙ্গে আলাপ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এটি পরিচালনা করবেন সামছুল হুদা।


এ জাতীয় আরো খবর...