ওই বৈঠকে কীভাবে এই যুদ্ধ বন্ধ হতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের ইতি টানতে পারে।
এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর এই বৈঠক হচ্ছে। এদিন জেলেনস্কি ছাড়াও ইউরোপের বিভিন্ন মিত্র দেশ, ইউরোপীয় কমিশন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় বসছেন ট্রাম্প।
জেলেনস্কির সঙ্গে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছেন, সবার জন্য তিনি এই যুদ্ধ বন্ধ চান।