শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

জুলাই সনদে অনৈক্য থাকলেও আইনগত সমাধান সম্ভব: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ: ফাইল ছবি

জুলাই সনদে কিছু অনৈক্য থাকলেও তা আইনগতভাবে সমাধানযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সমঝোতা দলিল সংবিধানের উপর প্রধান্য পেলে এটি খারাপ নজির স্থাপন করবে। মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, তা কিভাবে বাস্তবায়ন করা যায় এটাই মূল বিষয়।

তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে সরকার গঠিত হয়েছে এবং শপথ গ্রহণের সময় কোনও সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই কোনও লঙ্ঘন না ঘটে, তবে এই বিষয়টি অপ্রাসঙ্গিক।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের মধ্যে থেকেই সমঝোতা দলিল বাস্তবায়নের উপায় খুঁজতে হবে। যদি সমঝোতা দলিল সংবিধানের উপরে প্রধান্য পায়, তা খারাপ নজির সৃষ্টি করবে।

জুলাই সনদে অনৈক্য থাকলেও সালাহউদ্দিন বলেন, ‘সবকিছু বসে আইনগতভাবে সমাধান করা সম্ভব। আমি এটি ইতিবাচক হিসেবেই দেখি, তবে এমন কোনও পদক্ষেপ নেয়া যাবে না যাতে ভবিষ্যতে খারাপ নজির স্থাপন হয়।

তিনি আরও যোগ করেন, ‘নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলই দিয়েছে। যতোই ঐক্যমত হোক, সবকিছু জাতীয় সংসদে বাস্তবায়িত হবে।’

মাঠে বক্তৃতা ও রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আশা করছে- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করেছেন, তাই ভোট নিয়ে কোনও শঙ্কা নেই।’


এ জাতীয় আরো খবর...