সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংবেদনশীল (ইসিএ) ঘোষিত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইসিএ এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। পাথর লুটে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, সম্প্রতি জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে প্রকাশ্যে পাথর লুটের ঘটনা ঘটে। এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী মহলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকেই লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
এদিকে সিলেটের আরেকটি আলোচিত পাথর উত্তোলন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাতেও সম্প্রতি একই ধরনের লুটের ঘটনা ঘটে। জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে প্রায় চার লাখ ঘনফুট লুট হওয়া পাথর জব্দ করা হয়েছে। পুরো পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানানো হয়।