নির্বাচন কমিশন (ইসি) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত সব ধরনের নির্ভরযোগ্য তথ্য সহজ ও বিস্তারিতভাবে দেশবাসীর কাছে পৌঁছে দেয়া হবে। এখানে মূলত ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কনটেন্ট প্রকাশ করা হবে।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচনের মূল ধারায় সম্পৃক্ত করা। আমরা চাই, তারা সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অবদান রাখুক। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা ও স্বচ্ছতা অপরিহার্য।
প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মিথ্যা বা বানোয়াট তথ্য দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তি তৈরি করছে।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে অনুরোধ করেন- যাচাই না করে কোনো তথ্য যেন বিশ্বাস বা শেয়ার না করা হয়।
সিইসি বলেন, আসুন আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে লড়াই করি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা চাই।
একই সঙ্গে তিনি জানান, ইউটিউব চ্যানেলের পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজেও নিয়মিত সঠিক তথ্য প্রকাশ করা হবে।