শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

থানার তিনশ গজের মধ্যে চুরি,  ৪৫০টি মোবাইল লুট

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেনীর সোনাগাজীতে থানার মাত্র তিনশ গজ এলাকার মধ্যে দুর্সাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোনাগাজী বাজারের মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস থেকে অন্তত ৪৫০টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে যায় চোরচক্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতের সোনগাজী বাজারস্থ শেখ আকিলা মার্কেটের ২য় তলায়
কোন এক সময় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ ২২ আগস্ট সকালে সোনাগাজী মডেল থানায় ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন।
এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করছিল। অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিল।

ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ একটি চোরচক্র মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাত ঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এতো বড় আর্থিক ক্ষতিতে এখন দিশেহারা হয়ে পড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, সোনাগাজী পৌর এলাকার ভেতরে মার্কেটটি অবস্থিত। মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। কিন্তু এমন জায়গায় দিনের বেলায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একজন ব্যবসায়ী এতো বড় ক্ষতির মুখে পড়লেও এ ঘটনায় থানার ওসি বা সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেননি। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি করছি।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ৩০০ গজ দূরত্বে চুরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে।
সিসি ক্যামেরা থেকে চোরচক্রের কাউকে শনাক্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের ওসি বলেন, আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।


এ জাতীয় আরো খবর...