শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ কোটি ভিসা যাচাই-বাছাইয়ের ঘোষণা ট্রাম্প প্রশাসনের

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বৈধ মার্কিন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমন সাড়ে ৫ কোটির বেশি বিদেশির নথি যাচাই-বাছাই করা হবে বলে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এসব ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে অভিবাসন নিয়ম লঙ্ঘন করেছেন কিনা সেটাই যাচাই করা হবে বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।

অবৈধ অভিবাসীদের ধরে ধরে দেশে পাঠাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসীর জায়গা হবে না! শুধু তা-ই নয়, তার প্রশাসনের নজরে রয়েছেন বিভিন্ন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরাও।

এবার মার্কিন প্রশাসন জানালো, শিগগিরই সাড়ে পাঁচ কোটি ভিসা যাচাইয়ের কাজ শুরু হবে। এর ফলে অনেক অভিবাসীরই ভিসা বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসা দেয়া হয় ঠিকই, কিন্তু তা বলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও যারা থেকে যান, তাদের শনাক্ত করার জন্য এই যাচাই-বাছাই খুবই জরুরি।’
 
শুধু তা-ই নয়, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কেউ যদি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হন, তাহলে তাদেরকেও চিহ্নিত করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যেকোনো সময় সেই সব ভিসা বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে।
 
দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসে প্রথম দিনই এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে আসবেন, তারা যে মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।’
 
এর পরই ভিসার আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন। অভিবাসন আইনও কঠোর করা হয়। কড়াকড়ি শুরু হয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়েও।
 
গত জুন মাসে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, যুক্তরাষ্ট্রে আসার জন্য আবেদনকারী সকলের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল যাচাই করে দেখা হবে। শিক্ষার্থী হোক বা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আবেদনকারী হোক— সবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন মার্কিন কনস্যুলার অফিসারেরা। 


এ জাতীয় আরো খবর...