শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

পিআর মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে: রিজভী

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি কী জনগণ বলতে পরবে না, এটা নারকেল তেলের মতো মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়।

তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ নৈরাজ্যবাদ, গোন্ডাপান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সদস্য হতে পারবে না।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পার ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের দেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশে ২ লাখ মা-বোন নির্যাতিত হয়েছে। তাদের ত্যাগের বিনিময়ের এ দেশ। এদেশকে খুবলে খুবলে খেয়েছে শেখ হাসিনার মতো শকুনিরা। এ শকুনিদের হাত থেকে আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তুমুল স্রোতে তাকে পরাজিত করে পতন ঘটানোর পর সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।’

রিজভী বলেন, ‘জুলাই মাসে শেখ হাসিনা নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী যারা হত্যা করছে, রক্ত ঝরাচ্ছে, তাদের রাস্তার মধ্যে লুটিয়ে দিচ্ছে। শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছেন, পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতি কী? এ ব্যাপারে কোনো জনগণ বলতে পরবে না। এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে নাকি সাবানের মতো শরীরে দেয়। গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কী বলতে পারবে? এটার কোনো দৃষ্টান্ত নেই। এটা ব্যবহার করা হয়নি। নির্বাচন বেশি দূর নেই। হঠাৎ করে দুই একটি রাজনৈতিক বলছে, পিআর পদ্ধতির কথা। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন, তারা বলছেন। পিআর পদ্ধতিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, দলের প্রতীককে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, অনেক ধরনের রাজনৈতিকবিরোধী ঘটনা করতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, তাদের বাদ দিয়ে হঠাৎ করে কোনো বিত্তবান লোক হঠাৎ করে মনোনয়ন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তব্যবাদী হয়ে উঠতে পারে।’

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।


এ জাতীয় আরো খবর...