শনিবার (২৩ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ও উপজেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীর সংখ্যা তুলনায় শিক্ষকের সংকট রয়েছে। ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এতে শিক্ষার্থীরা যেমন প্রত্যাশিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি শিক্ষার মানও নষ্ট হচ্ছে। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের সংখ্যা বাড়ানো একান্ত জরুরি। শিক্ষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষণপদ্ধতিকে আরও সহজ ও কার্যকর করতে হবে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলার সহকারী কমিশনার ফাহমিদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন।
এতে আরে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন মোল্লা, মুন্সিরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসমাইল, খাদিজাতুল কুবরা ইসলামীয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হানিফ, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী।
ফেনীর শিক্ষা ব্যবস্থার অবস্থা ও কাঠামোগত অবস্থান বিষয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।