শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

পিআর যারা চায়, তারা মানচিত্রের জন্য হুমকি: ফেনীতে বিপ্লব

ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, পিআর তারা চায়, যাদের দল খালি, নিজেদের ঘর খালি, তাই ফাও খাওয়া খেতে চায়। পিআর বাংলাদেশের মানুষ বুঝেও না তারা এটা চায়ও না। পিআর নিয়ে যারা কথা বলছে তারা পতিত ফ্যাসিবাদকে ফেরাতে চায়। যারা এ পদ্ধতির কথা বলে তারা ফ্যাসিস্টের দোসর, মানচিত্রের জন্য হুমকি। তারা বেহেস্তের টিকেট দেয়া একমাত্র রাজনৈতিক দল। এটা মুনাফিকের লক্ষণ। এমন কাজ যারা করে তারা এদেশের মানুষের ভোট পাওয়ার অধিকার রাখে না। যারা জাতীয় সংগীত, বীরশ্রেষ্ঠকে নিয়ে কটাক্ষ করে এদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৩ আগষ্ট শনিবার বিকালে শাহীন একাডেমি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এয়াকুব নবী ও গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ভূঞা, ভিপি জাহিদ, ফেনী শহর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সহ-সভাপতি জাহিদ হোসেন সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল।
মশিউর রহমান বিপ্লব আরো বলেন, ৪ আগস্টে এই ওয়ার্ডে যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল তা সচরাচর খুঁজে পাওয়া যায় না। সেই শহীদের আত্মার শ্রদ্ধা নিবেদন করছি। বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি। সে সন্তানেরা যে স্বপ্নকে ধারণ করে জীবন দিয়েছিল যে বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল। সেটা বাস্তবায়ন করা আপনার আমার দায়িত্ব। তারা কি কারো লাভের জন্য গিয়েছিল? না, তারা দু:শাসনের কবল থেকে আপনাকে-আমাকে বের করার জন্য গিয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটি স্বপ্নের বাংলার জন্য তারা জীবন দিয়েছিল। আমরা যারা বেঁচে আছি তাদের রক্তের উপর দাঁড়িয়ে কথা বলছি এই সমাবেশ করছি। আমাদের সবার দায়িত্ব তাদের সেই স্বপ্ন পূরণ করা, না হয় তাদের আত্মা শান্তি পাবে না।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক ২০ টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য পদ নবায়নের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।


এ জাতীয় আরো খবর...