শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

২০২৬ সালের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শনিবার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে।

একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের আবেদন অনলাইনে গ্রহণ হবে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত চলবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে আবেদনকারী প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এর মধ্যে ৫ হাজার ৭০০-এর বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে নির্বাচিতরা তাদের নির্বাচন নিশ্চিত করতে পেরেছিলেন। ভর্তি নীতিমালা অনুযায়ী, ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদন ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় ধাপের নির্বাচন নিশ্চিত করতে শিক্ষার্থীদের ২৯ ও ৩০ আগস্ট সময় দেওয়া হয়েছে। এরপর ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। তৃতীয় ধাপের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর রাত ৮টায়, এবং ৪ সেপ্টেম্বর নির্বাচনের নিশ্চয়তা সম্পন্ন হবে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর।

একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে ৭–১৪ সেপ্টেম্বর পর্যন্ত, এবং ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।


এ জাতীয় আরো খবর...