শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

সীমানা পুননির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণে দাবি-আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি শুরু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে চতুর্থ দিনে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণে দাবি-আপত্তি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চলছে এ শুনানি।

সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের দাবি-আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
 
চতুর্থ এবং শেষ দিনের শুনানিতে ঢাকা, রংপুর, এবং রাজশাহীসহ পাঁচ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু হয়েছে। এসব অঞ্চলের ১৮টি আসনের বিপরীতে আড়াইশর বেশি দাবি আপত্তি আবেদন রয়েছে। এ পাঁচ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের ২৬২টি দাবি-আপত্তির শুনানি করছে নির্বাচন কমিশন।
 
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি চলবে। আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি হবে।
আজই শেষ হওয়ার কখা রয়েছে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
রোববার (২৪ আগস্ট) বেলা ১২টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানি।
 
১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। এদিন পর্যন্ত শুনানি নিয়ে দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি।


এ জাতীয় আরো খবর...